বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। থমকে আছে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। ফুটবলে সবার আগে বন্ধ হয়েছে ইতালিয়ান ‘সিরি আ’ লিগ। তখনই ইতালি ছেড়ে জুভেন্টাসের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো নিজ শহর মাদেইরাতে পাড়ি জমান।
তবে কথা ছিলো কোয়ারেন্টাইনে থাকতে হবে রোনালদোকে। কোয়ারেন্টাইনে আছেনও ৩৫ বছর বয়সী এই পর্তুগাল স্ট্রাইকার। সমস্যা হচ্ছে রোনালদোর সুইমিং পুলের একটা ছবি ভাইরাল হয়ে গেছে। এরপর থেকে সমালোচনার শিকার হতে হচ্ছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে।
এ ব্যাপারে রোনালদোর বর্তমান ক্লাবের সাবেক সভাপতি জিওভানি কোবল্লি জিগলি বলেন, ‘রোনালদো সবার আগে নিজের দেশে ফিরে যান। সে যাওয়ার পর জুভেন্টাসের পরিস্থিতি জটিল হয়ে পড়ে। অন্যরাও নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করে। কিন্তু এটা উচিত হয়নি। তাদের সবার এখানে কোয়ারেন্টাইনে থাকা উচিত ছিলো।’
জিগলি আরো যোগ করেন, ‘সে বলেছিল মায়ের কারণে পর্তুগালে ফিরছে। কিন্তু এখন কেবল পুলের ছবিতে দেখা যাচ্ছে তাকে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ