৬ এপ্রিল, ২০২০ ০৯:৫৮

কারফিউ ভাঙায় তিন মাস গৃহবন্দি থাকবেন সার্বিয়ান ফুটবলার

অনলাইন ডেস্ক

কারফিউ ভাঙায় তিন মাস গৃহবন্দি থাকবেন সার্বিয়ান ফুটবলার

বিশ্বব্যাপী প্রতিনিয়ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইউরোপের অনেক দেশের মতো সার্বিয়াতেও কারফিউ জারি করা হয়েছে। কিন্তু এই জরুরি অবস্থাকে পাত্তা দিচ্ছেন না অনেকেই।

এই যেমন আলেকজান্ডার প্রিজোভিচ। তবে এজন্য শাস্তিও পাচ্ছেন সার্বিয়ান ফুটবলার। কারফিউ ভাঙার অভিযোগে তাকে তিন মাসের জন্য গৃহবন্দি অবস্থায় থাকার শাস্তি দিয়েছে দেশটির আদালত।

শনিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এক ভিডিও ট্রায়াল শেষে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের হয়ে খেলা ২৯ বছর বয়সী স্ট্রাইকারকে এই শাস্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, সার্বিয়ায় বর্তমানে লকডাউন চলছে। গত শুক্রবার এই লকডাউন অমান্য করে বেলগ্রেডের একটি হোটেল লবির বারে অবস্থান করছিলেন প্রিজোভিচ। সেই বার থেকে তার সঙ্গে আরও ১৯ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর