৬ এপ্রিল, ২০২০ ১২:১৩

অনগ্রসর কাগদি সম্প্রদায়ের ব্যক্তিদের চাল দিয়ে সহয়তা

মানিকগঞ্জ প্রতিনিধি

অনগ্রসর কাগদি সম্প্রদায়ের ব্যক্তিদের চাল দিয়ে সহয়তা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী তীরবর্তী এলাকার অনগ্রসর কাগদি সম্প্রদায়ের ব্যক্তিদের চাল দিয়ে সহয়তা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ২৫টি পরিবারকে  ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে। 

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ তাদের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেন। এসময় স্থানীয় তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমাজের মূল ধারার বাইরে এই কাগদি সম্প্রদায়ের মানুষ মাছ-কাঁকড়া-কুইচ্যা-কচ্ছপ শিকার করে এবং ইঁদুরের গর্ত থেকে ধান কুড়িয়ে তাদের জীবিকা চলে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমরোধে সামজিক দুরত্ব রক্ষা করতে গিয়ে তারা ঘরে অবস্থান করছেন। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, তাদের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সামাজিক দুরত্ব রক্ষা করেই এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর