গত আগস্টে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেস ২-১ ব্যবধানে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। মুখোমুখি দেখায় প্রথম লড়াইয়ে হোঁচট খেয়েছিল ইংলিশ লিগের সবচেয়ে সফলতম দলটি।
তবে এবার লিগের শেষ প্রান্তে প্রতিশোধ নিল রেড ডেভিলরা। ক্রিস্টাল প্যালেসের মাঠে তাদেরকে হারিয়েছে ২-০ ব্যবধানে। দলের হয়ে একটি করে গোল করেন র্যাশফোর্ড ও মার্টিয়াল। শেষ ম্যাচে সাউদাম্পটনে ২-২ গোলে ম্যাচ ড্র করেছিল ম্যানইউ। শেষ ম্যাচেও র্যাশফোর্ড ও মার্টিয়াল গোল করেছিলেন।
বৃহস্পতিবার রাতে দারুণ জয়ে লিগে আরেকটি জয় তুলে নিয়েছে ম্যানইউ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে অপরাজিত তারা। শেষ ১৯ ম্যাচে তারা জিতেছে ১৪টি, ড্র করেছে ৫টি। ২০১০ সালের পর এমন সুখস্মৃতি পেল রেড ডেভিলরা। সেবার টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল।
এদিকে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সেরা চারে থাকতে হবে তাদের। সেই লড়াইয়ে এখনও টিকে আছে স্থানে ম্যানইউ। লিগের শেষ দুই ম্যাচে দুই জয় পেলে তারা চারে উঠতে পারে।
লেস্টার সিটি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে তাদের ম্যাচ বাকি। লেস্টার সিটিরও সুযোগ আছে চারে থাকার। এজন্য তাদেরও শেষ দুই ম্যাচ জিততে হবে। মূলত, ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটির ম্যাচটাই হবে চ্যাম্পিয়নস লিগের আসল ‘ফাইনাল’। যারা জিতবে তারাই সেরা চারে থাকবে।
বিডি প্রতিদিন/কালাম