করোনা প্রটোকল ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। শুক্রবার শৃঙ্খলা কমিটির শুনানিতে আর্চারকে জরিমানা করা হয়। আর জরিমানা দিয়ে তৃতীয় টেস্ট খেলার ছাড়পত্র পেলেন ক্যারিবিয়ান বংশোদ্ভুত আর্চার।
সাউদাম্পটনের প্রথম টেস্ট শেষে ইংল্যান্ড দলের করোনা প্রটোকল ভাঙায় আর্চারকে ৫ দিনের আইসোলেশনে পাঠানো হয়। যেখানে থাকাকালীন অবস্থায় তার দুইবার করোনা টেস্ট করা হবে। দুটির রিপোর্ট নেগেটিভ আসলেই আবার দলের সঙ্গে যোগ দিবেন আর্চার।
তবে শেষ পর্যন্ত ইসিবি এক বিবৃতিতে আর্চারকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে তৃতীয় টেস্টের জন্য ছাড়পত্রের বিষয়টি জানান। যদিও জরিমানার অঙ্ক জানায়নি ইসিবি। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, অঙ্কটা ১৫ হাজার পাউন্ড।
এদিকে বর্তমানে পাঁচদিনের আইসোলেশনে আছেন আর্চার। সেখানে ইতিমধ্যে একবার করোনা টেস্ট করা হয়েছে তার। যার ফল নেগেটিভ এসেছে। দ্বিতীয়বারের মতো টেস্ট করা হবে সোমবার। সেটিও নেগেটিভ আসলে শুক্রবারের টেস্ট খেলার জন্য মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন আর্চার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ