ভারত-পাকিস্তানের খেলা মানেই যুদ্ধের আবহ। কিন্তু মাঠের বাইরে প্রতিবেশী দুই দেশের ক্রিকেটাদের মধ্যে মধুর সম্পর্ক থাকলেও শহীদ আফ্রিদি-গৌতম গম্ভীরের সম্পর্ক আদায় কাঁচকলায়। ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে মাঝে-মধ্যেই তাদের মধ্যে কথার লড়াই চলে। সুযোগ পেলেই একজন আরেকজনের সমালোচনা করেন।
আগের মতোই ফের ভারতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে খোঁচা দিলেন আফ্রিদি। পাকিস্তানের সাংবাদিক জয়য়নাব আব্বাসকে দেওয়া এক সাক্ষাতকারে আফ্রিদি বলেছেন, তিনি ক্রিকেটার গম্ভীরকে পছন্দ করেন। তবে মানুষ গম্ভীরের মানসিকতা নিয়ে তার সন্দেহ রয়েছে। আফ্রিদি আবার ভারতীয় দলের সাবেক ফিজিও প্যাডি আপটনের লেখা বইয়ে গম্ভীরকে নিয়ে লেখা কথাগুলো তুলে ধরেছেন।
প্যাডি আপটন সেই বইতে লিখেছিলেন, গম্ভীর আত্মবিশ্বাসে অভাবে ভুগতেন। সেঞ্চুরি করে ফিরলেও গম্ভীরকে চিন্তামগ্ন দেখাত। তিনি গম্ভীরকে দুর্বল মানসিকতার ক্রিকেটার বলে উল্লেখ করেছিলেন। যদিও প্যাডির লেখা নিয়ে গম্ভীরের বক্তব্য ছিল, "আমি সব সময় দেশ ও নিজেকে সেরা হিসাবে দেখতে চাইতাম। তাই সেঞ্চুরি করে ফিরলেও সন্তুষ্ট হতাম না। প্যাডির লেখায় তো কোনও ভুল নেই।"
আফ্রিদি বলেছেন, ''ক্রিকেটার বা ব্যাটসম্যান হিসাবে ওকে আমি পছন্দ করি। কিন্তু মাঝেমধ্যে ও এমন সব কথা বলে ও আচরণ করে যে দেখে মনে হয়, ওর সত্যি কোনও সমস্যা আছে। প্যাডি আপটন তো ওর বইতে গম্ভীরকে নিয়ে কিছু কথা লিখেছে।'' সূত্র : জি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক