আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে আছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের এই অধিনায়ক ২০১৯ সালের ডিসেম্বরে আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরে তাকে নেওয়ার পর থেকেই দিন গুনতে শুরু করেছিলেন । সংযুক্ত আরব আমিরাতে আইপিএল হওয়ায় খুশি তিনি।
ফিঞ্চ বলেছেন, ‘আরসিবির শিবিরে যোগ দেওয়ার জন্য ছটফট করছি। চিন্নাস্বামীতে খেলতে পারলে দারুণ হত। কিন্তু আরব আমিরাতে খেলব ভেবেও ভাল লাগছে। বিরাটের নেতৃত্বে প্রথমবার খেলব ভেবেই রোমাঞ্চিত। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ওর বিরুদ্ধে খেলেছি। ও কতটা লড়াকু জানি। এবার সেটা আরও কাছ থেকে দেখব।’
অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা কি ফ্র্যাঞ্চাইজির কাজে লাগবে? তিনি বলেন, ‘আশা করি, আমার অভিজ্ঞতা কাজে লাগবে। চেষ্টা করব বিরাটের চাপ কমাতে।’
কোহলি আর স্মিথ কেন বাকিদের থেকে এগিয়ে? ফিঞ্চের জবাব, ‘টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে হোম এবং অ্যাওয়ে সিরিজে বিরাট আর স্মিথ যে ধারাবাহিকতা দেখিয়েছে তাতেই প্রমাণিত ওরা বাকিদের থেকে আলাদা।’
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কী ভাবছেন? ফিঞ্চ বলেছেন, ‘ভারত এর অস্ট্রেলিয়া সিরিজ মানেই জমজমাট লড়াই। প্রত্যাশার চাপ মারাত্মক।’
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ