১৫ আগস্ট, ২০২০ ১৯:০৯

নতুনদের সুযোগ করে দিতে বার্সা ছাড়তে রাজি: পিকে

অনলাইন ডেস্ক

নতুনদের সুযোগ করে দিতে বার্সা ছাড়তে রাজি: পিকে

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের একমাত্র লেগে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলের বিশাল ব্যবধানে হেরে ফিরেছে বার্সেলোনা। বায়ার্নের টমাস মুলার এবং ফিলিপ্পে কৌতিনহো দুজনেই জোড়া গোল করেছেন। বাকি গোল এসেছে ইভান পেরিসিচ, সার্জি জিন্যাব্রি, জশুয়া কিমিচ এবং রবার্ট লেভান্ডভস্কির পা থেকে।

অপরদিকে বার্সার হয়ে বায়ার্নের রক্ষণ ভাঙতে সক্ষম হয়েছেন একমাত্র লুইস সুয়ারেস। বাকি গোল অদ্ভুত এক ভুল করে (বার্সার জর্দি আলবার ক্রস নিজেদের গোলরক্ষকের দিকে ঠেলে দিতে গিয়ে জালে জড়িয়ে দেন আলাবা) বার্সাকে উপহার দিয়েছেন বায়ার্নের ডিফেন্ডার ডেভিড আলাবা। 

এমন বিপর্যয় পর ম্যাচ শেষে নিজেদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন জেরার্ড পিকে। লিসবনের এস্তাদিয়ো দা লুজে ম্যাচ শেষে ‘মোভিস্টার’কে বার্সা সেন্টার-ব্যাক বলেন, ‘একমাত্র লজ্জা শব্দটা দিয়েই এই হারকে প্রকাশ করা যায়। এটা ভয়ানক ম্যাচ ছিল। এভাবে খেলা যায় না, আপনি ইউরোপীয় পর্যায়ে এভাবে খেলতে পারেন না। এমনটা যে এবারই প্রথম ঘটেছে তা নয়।’

পিকে বলেন, ‘ক্লাবের এখন জরুরি ভিত্তিতে পরিবর্তন দরকার। আমি কোচ কিংবা খেলোয়াড় পাল্টানোর কথা বলছি না। আমি কারো দিকে আঙুল তুলছি না। আমাদের সবদিক থেকেই গুণগত পরিবর্তন দরকার। এজন্য সবার আগে আমি নিজে এগিয়ে আসতে চাই। কেউ ক্লাবের জন্য অপরিহার্য নয়। যদি দলে নতুনদের প্রয়োজন হয় আমি সবার আগে চলে যাব কিংবা সরে দাঁড়াবো।’

তবে পরিবর্তনটা ওপর থেকে নিচে পর্যন্ত হতে হবে বলে মত এই অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডারের, ‘আমরা এখন খাদের কিনারে চলে গেছি। আমার মতে এখন আমাদের অভ্যন্তরীণভাবে এই নিয়ে বসতে হবে এবং খুঁজতে হবে বার্সার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে এবং কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর