ভারতীয় ক্রিকেটের ছবিটাই বদলে দিয়েছেন তিনি। শুধু একটা নয়, তিন ফরম্যাটেই তিনি সেরা হয়েছেন। বদলে দিয়েছেন ক্রিকেটের সংজ্ঞাটাই। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী এভাবেই মহেন্দ্র সিং ধোনিকে ব্যাখ্যা করলেন।
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ভারতের সাবেক অধিনায়ক জানিয়ে দেন যে, তিনি অবসর নিয়ে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ধোনির প্রশংসা করে শাস্ত্রী বলেন, এই লোকটা দ্বিতীয় হতে আসেনি। ক্রিকেটটাই বদলে দিয়েছে ধোনি। সব থেকে বড় ব্যাপার হল, তিন ফরম্যাটেই ও সেরা হয়েছে। টি-২০ বিশ্বকাপ জিতেছে। একাধিকবার আইপিএল জিতেছে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। টেস্ট ক্রিকেটে ভারতকে এক নম্বর জায়গায় পৌঁছে দিয়েছে।
ধোনির জীবন তার ক্রিকেটের মতোই চমকপ্রদ। টিকিট পরীক্ষক থেকে বিশ্বজয়ী অধিনায়ক। শাস্ত্রী বলেন, জীবন যখন যেভাবে ধরা দিয়েছে ধোনির সামনে, ঠিক সেভাবেই ও নিজেকে বদলে ফেলেছে। অবসরের পরেও ওর জীবন আগের মতোই এগিয়ে চলবে। আমি আগেও বলেছি আবারও বলেছি, ও দ্বিতীয় হতে আসেনি।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলতেন, উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনি গোটা দল পরিচালনা করতেন। উইকেট না দেখেই রান আউট করতেন ব্যাটসম্যানকে। স্টাম্পিংয়ের সময়ে বিদ্যুৎগতিতে চলত তাঁর হাত। ধোনির উইকেট কিপিংয়ে মুগ্ধ শাস্ত্রী বলছেন, সহজাত উইকেটকিপার বলতে যা বোঝায়, ধোনি তেমনটা ছিল না। কিন্তু ওর কার্যকারিতা মারাত্মক। ওর প্রভাবটা একবার খেয়াল করে দেখুন। আমার মতে ওর স্টাম্পিং ও রান আউট করার ক্ষমতা ছিল দেখার মতো। ব্যাটসম্যান বুঝেই উঠতে পারত না ধোনি কখন বেল উড়িয়ে দিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ