গত শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই নিজের অবসরের ঘোষণা দেন দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ২০২০'র জন্য চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে যোগ দেওয়ার পরদিনই এমন ঘোষণা ধোনির কাছে কেউই বোধহয় প্রত্যাশা করেননি। ধোনির অবসরে সাধারণ মানুষের মতোই মন খারাপ তার সতীর্থ থেকে সিনিয়র-জুনিয়র সব ক্রিকেটারদের।
তার অবসর ঘোষণার পর বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারার মতো একাধিক ক্রিকেটার ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রবিবার (১৬ আগস্ট) তার সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানালেন রোহিত শর্মাও, তবে একটু অন্যভাবে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনি যে এখনই পুরোপুরি ক্রিকেট কিট গুছিয়ে রাখছেন না, নিজের টুইটে তাই মনে করালেন রোহিত।
টুইটারে রোহিত লিখেছেন, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তি। মাঠে ও মাঠের বাইরে তার প্রভাব অসীম। সে খুবই দূরদর্শী। জানতেন কীভাবে দল তৈরি করতে হয়। একইসঙ্গে ভারতীয় ওপেনার লিখেছেন, নীল জার্সিতে অবশ্যই ধোনিকে মিস করব কিন্তু হলুদ জার্সিতে ফের তাকে দেখা যাবে। ১৯ তারিখ টসে দেখা হচ্ছে।' উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ১৩তম আইপিএল। প্রথম ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। নিজের ট্যুইটে সেকথাই মনে করাতে চেয়েছেন রোহিত শর্মা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ