শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, আগামী ১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হবে।
মঙ্গলবার নির্বাচকদের সাথে বৈঠকে বসেছিলেন আকরাম খান। বৈঠক শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষা নিয়ে বেশ সর্তক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের একবার করোনা পরীক্ষা করানো হবে। এরপর ক্যাম্প শুরুর দিন এবং শ্রীলঙ্কা যাবার আগেও খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হবে। এরপর শ্রীলঙ্কায় গিয়েও কয়েক ধাপে করোনা পরীক্ষা করানো হবে তামিম-মুশফিকদের।
আকরাম খান আরও বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে খুব সতর্ক। এজন্য আমরাও আগে পরীক্ষা করাচ্ছি। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং বার-বার পরীক্ষা করানো হবে। আগামী ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে। ২১ তারিখ ক্যাম্প শুরুর আগে এবং শ্রীলঙ্কা যাওয়ার আগে আরও দু’বার করোনা পরীক্ষা হবে। আবার শ্রীলঙ্কা গিয়েও করোনা পরীক্ষা করা হবে। শ্রীলঙ্কা বোর্ডও বার-বার করোনা টেস্ট করাবে।’
উল্লেখ্য, সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর কথা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ