ম্যানচেস্টার সিটির সাথে কাটানো দশ বছরের ইতি টানলেন ডেভিড সিলভা। তারকা এই প্লে-মেকার ফ্রি-ট্রান্সফারে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদে।
সিলভা স্পেন থেকেই ইংল্যান্ডে আসেন ২০১০ সালে। দুর্দান্ত পারফরমেন্সে ইতহাদে কেটে গেছে দশ বছর। ম্যানসিটির ট্রিবিউট সত্যিই আবেগে ভাসিয়েছে সিলভাকে। ম্যানসিটিকেও ধন্যবাদ জানিয়েছেন স্প্যানিশ তারকা।
এক দশকে সিলভা ম্যানসিটিকে জিতিয়েছেন ১৪ ট্রফি; খেলেছেন ৪৩৬ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৩০৯ ম্যাচে করেছেন ৬০ গোল। ২০১২, ১৪, ১৮ ও উনিশে সিটিজেনদের লিগ শিরোপা জয়ে বড় ভুমিকা রেখেছেন সিলভা।
ইংলিশ ডমিস্টক কাপে ম্যানসিটির হয়ে সিলভা খেলেছেন ৫৮ ম্যাচ, জিতিয়েছেন দু'বার এফএ কাপ, পাঁচবার লিগ কাপ আর তিনবার কমিউনিটি শিল্ড।
লা লিগায় ছয় নম্বরে থেকে মৌসুম শেষ করেছে সোসিয়েদাদ। মার্টিন ওডেগার্ড রিয়ালে ফিরে যাওয়ায় প্লে-মেকার খুঁজছিল দ্যা হোয়াইটস এন্ড ব্লুজ; ঘরের ছেলেকেই পেয়েছে সোসিয়েদাদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ