সম্প্রতি বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেছেন আর্থার মেলো। তবে নতুন ঠিকানায় যাওয়ার আগে সমালোচিত হলেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
মাতাল অবস্থায় স্পেনের অঙ্গরাজ্য কাতালুনিয়ায় নিজের ফেরারি গাড়ি নিয়ে বেরিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন মেলো। মাতাল অবস্থায় নিজের গাড়ি তুলে দেন ফুটপাতে। এই অপরাধের জন্য সোমবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ক্রীড়ামাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানায়, এই দুর্ঘটনায় অন্য কেউ জড়িত ছিল না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মেলোর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, মেলোর ওপর ঘটনাস্থলেই অভিযোগ আনা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার ওপর যেকোনো সময় আদালত সমন জারি করতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ