আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার ভক্তরা রীতিমতো ভেঙে পড়েছেন। তবে অনেকেই ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। শচীন টেন্ডুলকার থেকে ভারত অধিনায়ক বিরাট কোহলি, হেড কোচ রবি শাস্ত্রীসহ কে নেই তালিকায়। তবে এই প্রসঙ্গে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স মজা করতে ছাড়লেন না দুই ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল এবং ঋষভ পন্থকে নিয়ে। টুইট করে জানালেন, এবার হয়তো দু’জনের ভাল ঘুম হবে।
টিম ইন্ডিয়ার টেস্ট দলে ঋদ্ধিমান সাহা হচ্ছেন বিরাটের প্রথম পছন্দ। তাছাড়া ধোনি অনেকদিন আগেই অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। খেলতেন শুধু সীমিত ওভারের ক্রিকেট। সেখানে এবার লড়াই হওয়ার কথা লোকেশ রাহুল এবং ঋষভ পন্থের মধ্যে। সেকথা উল্লেখ করতে গিয়েই জোন্স লেখেন, ‘ধোনির অবসরের পর লোকেশ রাহুল এবং পন্থের রাতের ঘুমটা ভাল হয়েছে।’ আর এই টুইট থেকেই পরিষ্কার, ধোনি পরবর্তী যুগে এই দুই ক্রিকেটারকে তার উত্তরসূরী মনে করছেন জোন্স।
২২ বছরের ঋষভ পন্থকে গত একবছর ধরে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তবে এটাও ঠিক পন্থ ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। লোকেশ রাহুলও নিউজিল্যান্ড সফরে উইকেটকিপারের দায়িত্ব সামলেছিলেন। রানও পেয়েছিলেন। তাই রাহুলও দৌড়ে আছেন। অবশ্য দীনেশ কার্তিকের নামও হালকাভাবে রয়েছে। নাইট অধিনায়কের ব্যাটের হাত যথেষ্ট ভাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ