নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন অজি ওয়ানডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বুধবার অস্ট্রেলিয়ার একটি রেডিওকে সেই ভাবনা সম্পর্কে জানান ৩৩ বছর বয়সী এই ওপেনার।
ওজি ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক জানিয়েছেন, ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল দিয়ে জাতীয় দলকে বিদায় বলতে চান তিনি।
ফিঞ্চ বলেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়।’
করোনার জন্য পাওয়া এই অনাকাঙ্খিত বিরতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ফিঞ্চ আরও যোগ করেন, ‘কিছুদিন আগে থেকেই এটা আমার মাথায় ছিল, বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, চোটের বিষয়ও থাকছে।’
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে ক্রিকেট নিয়ে কোনো প্রকার তাড়না অনুভব করেননি ফিঞ্চ। আর তখনই এই ক্রিকেটার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেন। তবে একমাস পর থেকে বুঝতে পারেন, আবার মাঠে ফিরতে উদগ্রীব তিনি।
ফিঞ্চের ভাষ্যে, ‘সত্যিকার অর্থে, ওটা ছিল আমার জন্য অ্যালার্মিং। ভাবলাম, তাহলে কি আমি ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছি। তবে করোনা শুরু হওয়ার ৩২তম দিনে সেই পুরনো তাড়না বোধ করি এবং বুঝতে পারি মাঠে ফিরতে আমার তর সইছে না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ