ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোনা ঘরে তুলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে ফাইনালে ফরাসি ক্লাবটিকে ১-০ গোলের ব্যবধানে হারায় বায়ার্ন। খেলা শেষে মাঠের সবুজ ঘাসেই কান্নায় ভেঙে পড়েন পিএসজি তারকা নেইমার।
হৃদয় ভাঙে সমর্থকদের। শিরোপার এত কাছাকাছি এসে তা হাতছাড়া হয়ে যাওয়া প্রচণ্ড রকমভাবে হতাশ ফ্রান্সের রাজধানী প্যারিসের পিএসজি সমর্থকরা।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানিয়েছে, প্যারিসের পিএসজি সমর্থকরা রবিবার রাতে শিরোপা হারানোর বেদনা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাই ম্যাচশেষে রাতেই প্যারিসের রাস্তায় নেমে পড়েন সমর্থকরা। শহরের মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এমনকি গাড়ি পুড়িয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। সারারাত ধরে শহরজুড়ে এভাবেই তাণ্ডব চালিয়েছেন বিক্ষোভকারীরা। পরে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে হাজারও বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে আনে ফরাসি পুলিশ। ভোর ৩টা পর্যন্ত শহরে বিশৃঙ্খলা সৃষ্টি ও আগুন লাগানোর দায়ে কমপক্ষে ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্যারিসের রাস্তায় সারারাত ধরে পিএসজি সমর্থকদের তাণ্ডব, দেখুন ভিডিওতে-
বিডি প্রতিদিন/ ওয়াসিফ