উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রবিবার রাতের ফাইনালে জার্মান জায়ান্টরা ১-০ গোলে হারায় ফরাসি ক্লাবটিকে।
ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন নেইমার ও এমবাপ্পে। কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছেন নয়্যারকে হার মানাতে। তবে দলের কোচ থমাস টুখেল ঠিকই ঢাল হয়ে দাঁড়িয়েছেন নিজের দুই শিষ্যের সামনে।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘নেইমার দুর্দান্ত একটা টুর্নামেন্ট খেলেছে। সে সবকিছু করতে পারবে না। জুলাইয়ে গুরুতর ইনজুরির পরেও এমবাপ্পে যে আমাদের সঙ্গে ছিলো এটাই তো একটা অলৌকিক বিষয়।’
টুখেলের মতে ফাইনালের ফলাফল যেকোনো পক্ষে যেতে পারত, ‘লড়াইটা দারুণ ছিল। আমরা আমাদের সবকিছু ঢেলে দিয়েছি। মাঠে নিজেদের সর্বোচ্চ দিয়েছি। কিন্তু ফলাফলের ওপর তো আপনার হাত নেই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ