পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ের পর দুজনকেই নানা সমালোচনা সইতে হয়েছে। বিশেষ করে পাকিস্তান-ভারত ক্রিকেট ম্যাচে এই দম্পতির সমর্থন নিয়েও অনেক মুখরোচক বক্তব্য রয়েছে ক্রীড়াপ্রেমীদের মাঝে।
সম্প্রতি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টস কিডাতে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলছেন সানিয়া মির্জা নিজেই।
৩৩ বছর বয়সী এই ভারতীয় টেনিস তারকা বলেন, আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কটি খুবই চমৎকার। আমার মনে হয় এমন দম্পতি মানুষ আগে কখনো দেখেনি।অনেকের চাইতে এখানে ব্যাপারটি উল্টো। কারণ শোয়েব আমার চেয়ে বেশি কথা বলে।
সানিয়া বলেন, মূলত বিশেষ কয়েকটি কারণে শোয়েব ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করে। আর তার এই পছন্দকে শ্রদ্ধা করি আমি। তাই আমি যখন তার সান্নিধ্যে থাকি, এ নিয়ে কোনো কথা হলে আমি বরাবরের মতোই তাকে বলি-আমি সবসময় ভারতের সমর্থন করব।
জবাবে শোয়েব বলেন, তুমি জানো কি আমার ক্যারিয়ারের সেরা রেকর্ডগুলো কিন্তু ভারতের বিপক্ষে! এরপর সানিয়া বলেন, আমি শোয়েবকে নিয়ে গর্ববোধ করি। ক্রিকেটে তার ক্যারিয়ার চমকপ্রদ ও বেশ দীর্ঘ।
সূত্র : ক্রিক ট্র্যাকার
বিডি প্রতিদিন/এমআই