বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। আর এই করোনা উদ্বেগের মাঝেই জন্মদিনের এলাহি পার্টি! যেখানে ছিল না কোনও সামাজিক দূরত্বের বিধি নিষেধ। আর তারপরেই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি স্প্রিন্টার আপাতত সেল্ফ আইসোলেশনে রয়েছেন।
শনিবারই উসেইন বোল্টের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন তিনি। এ কথা নিজেই ভিডিও বার্তায় ভক্তদের জানিয়েছেন তিনি।
জানা গেছে, ২১ অগাস্ট ৩৪ তম জন্মদিন উদযাপন করেছেন উসেইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির তোয়াক্কা না করেই করোনার মাঝে জনসমাগম। রাতভর চলে জন্মদিনের পার্টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ