ভারতের স্বাধীনতা দিবসে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। বেশ কিছুদিন কেটে গেলেও যার রেশ এখনও অব্যাহত। পুরো ক্রিকেট বিশ্বে ধোনিকে নিয়ে চলছে আলোচনা।
এরই মধ্যে ধোনির অবসরে বিসিসিআই-এর ভূমিকায় রীতিমতো হতাশ প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক। নিজের ইউটিউব চ্যানেলে সাকলাইন ধোনির প্রশংসার পাশাপাশি বিসিসিআই-এর ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। ব্যাপারটা মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে, পাকিস্তানের প্রাক্তন স্পিনারকে সতর্ক করে দিয়েছে পিসিবি।
লাহোরে পিসিবি-র আন্তর্জাতিক ক্রিকেটারদের হাই পারফরম্যান্স ডেভেলপমেন্ট গ্রুপের প্রধান হিসেবে কাজ করছেন সাকলাইন। আপাতত মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে সাকলাইনকে। সেইসঙ্গে পাকিস্তানি কোচদের ইউটিউব চ্যানেল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনও কোচ নিজের ইউটিউব চ্যানেলে কোনও ধরনের ভিডিও প্রকাশ করতে পারবে না বলেও জানিয়েছে পিসিবি।
সূত্র: জি-নিউজ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ