ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল বলেছেন, বিশ্ব ক্রিকেটে বিগত ৫০ বছরে ধোনির মতো অধিনায়ক আসেনি। বিশ্বকাপজয়ী ধোনিকে বিশ্বের সেরা অনুপ্রেরণাদায়ক অধিনায়ক বলেছেন গ্রেগ।
এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের কিংবদন্তি মাইকেল ব্রেয়ারলি, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের থেকেও নেতা হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে এগিয়ে রেখেছেন গ্রেগ চ্যাপেল। ধোনিকেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলেছেন চ্যাপেল।
২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ছিলেন গ্রেগ চ্যাপেল তখন থেকেই ধোনির ফ্যান তিনি। তাঁর মতে, কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার সহজাত ক্ষমতা রয়েছে ধোনির মধ্যে। এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক এর মতো হার্ডহিটার তিনি ক্রিকেট বিশ্বে দেখেননি বলেও দাবি করেছেন গ্রেগ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ