অবশেষে গুঞ্জন সত্যি করে বার্সেলোনা থেকে চলে যাচ্ছেন ইভান রাকিতিচ। কাতালানদের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ফের সেভিয়ায় ফিরে যাচ্ছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। ইতোমধ্যে রাকিতিচকে ফেরানোর ব্যাপারে বার্সার সঙ্গে চুক্তি হয়েছে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।
এছাড়া ৩২ বছর বয়সী তারকার আন্দালুসিয়ার ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাবরিজিও রোমানো। সোমবার (৩১ আগস্ট) তিনি তার অফিসিয়াল টুইটারে লেখেন, ‘ইভান রাকিতিচ সেভিয়ায় ফিরছেন! বার্সেলোনার সঙ্গে সব ধরনের চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি ৩ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইতোমধ্যে মেডিক্যাল টেস্টও দিয়েছেন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ