২৫ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৩

বিসিবি শর্ত না মানলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ আয়োজন সম্ভব নয়

অনলাইন ডেস্ক

বিসিবি শর্ত না মানলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ আয়োজন সম্ভব নয়

মিরপুরে চলছিল ক্রিকেটারদের অনুশীলন

শ্রীলঙ্কান সরকারের নির্ধারিত শর্ত বিসিবি না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না। আজ শ্রীলঙ্কান কিছু গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।  শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গত কিছুদিন ধরে মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে চলছিল ক্রিকেটারদের অনুশীলন। 

সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্রিকেটাররা এভাবে অনুশীলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী।  

কয়দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলে কোয়ারেন্টাইনের সময় কমাতে না পারলে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সিদ্ধান্তের অপেক্ষায় ২৭ সেপ্টেম্বর বিমানে চড়ছে না বাংলাদেশ ক্রিকেট দল, আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু এবার এসএলসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কা কোভিড-১৯ টাস্কফোর্সের দেওয়া শর্ত মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগার ক্রিকেটারদের, অন্যথায় বাতিল করা হবে পুরো সিরিজটিই।

গতকাল (২৪ সেপ্টেম্বর) লঙ্কান গণমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা স্পষ্ট জানান দেশটির কোভিড টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত।

গতকাল শ্রীলঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাশলে ডি সিলভা বলেন, শ্রীলঙ্কান সরকারের নির্ধারিত শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর