পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী শোয়েব।
পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খাইবার পাখতুনখাওয়ার হয়ে বেলুচিস্তানের বিপক্ষে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেছেন শোয়েব। ৩৬৮ ইনিংসে এই মাইলফলকের দেখা পান তিনি। এই পাকিস্তানি ক্রিকেটারের মোট রান এখন ১০ হাজার ২৭। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন কেবল ক্রিস গেইল এবং কিয়েরন পোলার্ড। ৩৯৬ ইনিংসে ১৩ হাজার ২৯৬ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে গেইল এবং ৪৬২ ইনিংস খেলে ১০ হাজার ৩৭০ রান পোলার্ডের।
এমন কীর্তি গড়ার পর শোয়েব মালিক সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বাবা-মাকে এই মাইলফলকের গৌরব উৎসর্গ করে লিখেন, ‘আমি আমার এই মাইলফলক আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই। তাদের দোয়ায় আমি এতদূর আসতে পেরেছি। আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন, আমার এই কীর্তিতে তিনি অনেক খুশি হতেন।’
তিনি আরও যোগ করেন, ‘এশিয়ার মধ্যে সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দশ হাজার রান স্পর্শ করতে পারায় এবং এই যাত্রায় পাকিস্তানের সবাই আমার পাশে থাকায় আমার সব ভক্ত-সমর্থকদের জানাই শুভেচ্ছা। আমি আশা করছি, আমি আমার খেলার মাধ্যমে আরও রান করে নিজেকে সামনে নিয়ে যাবো। এছাড়াও আমি আমার সতীর্থ, গ্রাউন্ড স্টাফ, ভক্ত এবং সমর্থক সবার কাছে কৃতজ্ঞ।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ