চলতি আইপিএলে ফর্মে থাকা দিল্লি গতকাল রবিবার (১১ অক্টোবর) মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছে। সেই সঙ্গে খারাপ খবর পেল দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াস আইয়ার, রিকি পন্টিংয়ের কপালে বড়সড় ভাঁজ ফেলে দিলেন ঋষভ পন্ত।
চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলতে পারেনি ঋষভ পন্ত। তার পরিবর্তে খেলেন অ্যালেক্স ক্যারি। দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন, ঋষভের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যে কারণে আইপিএলে আপাতত এক সপ্তাহের জন্য পাওয়া যাবে না ঋষভকে। গত শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি।
চোট সমস্যা লেগেই রয়েছে দিল্লি শিবিরে। আইপিএলের শুরুতেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে চোট পান রবিচন্দ্রন অশ্বিন। চোট সারিয়ে তিনি আবার মাঠে ফিরেছেন। কেকেআরের বিরুদ্ধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন অমিত মিশ্র।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ