গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার কারণে আর্জেন্টিনা দলের সঙ্গে বলিভিয়া যাওয়া হচ্ছে না পাওলো দিবালার। পেটের পীড়ার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির পরিকল্পনায় নেই এই জুভেন্টাস তারকা।
আর্জেন্টিনা অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের সঙ্গে বলিভিয়া সফরে দিবালার যাওয়া হচ্ছে না। সে খেলার মতো পরিস্থিতিতে নেই।
এর আগে একই কারণেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে নিজেদের প্রথম ম্যাচেও থাকতে পারেননি দিবালা। যেখানে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তারা।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটায় আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার মাঠে খেলবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ