বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে তামিম ইকবাল একাদশের বিপক্ষে উইকেটকিপিং করার সময় ইনজুরিতে পড়েন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চলমান প্রেসিডেন্টস কাপের তামিম একাদশে বিপক্ষে উইকেটকিপিং করার সময় ইয়াসির রাব্বির ক্যাচ নিতে গিয়ে কাঁধে আঘাত পান মুশি। ব্যথা বেশি হওয়ায় তখনই মাঠ ছেড়ে যান তিনি।
তবে মুশফিকুর রহিমের কাঁধে পাওয়া চোটটি গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, শারীরিকভাবে ভালো আছেন মুশফিক। আজ টিম হোটেলে দীর্ঘক্ষণ সাঁতারের সেশন ছিল তার।
দেবাশীষ চৌধুরি বলেন, ফিজিওরা আমাকে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে। মুশফিক এখন ভালো আছেন। সে আজ সাঁতার সেশন করেছেন। কোনো চিড় বা ক্ষতি হয়নি, তাই স্ক্যানের প্রয়োজন নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ