২৫ অক্টোবর, ২০২০ ১২:২২

ছুটিতে দেশে ফিরলেন টাইগারদের তিন কোচ

অনলাইন ডেস্ক

ছুটিতে দেশে ফিরলেন টাইগারদের তিন কোচ

সামনে কোন আন্তর্জাতিক সূচি না থাকায় টাইগারদের তিন কোচ রাসেল ডমিঙ্গো, রায়ান কুক আর ওটিস গিবসন নিজ দেশে ফিরে গেছেন। গত শুক্রবার মাঝ রাতে ঢাকা ছেড়েছেন এই তিন কোচ। এদিকে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশে। সেই লক্ষ্যে বায়োসিকিউর বাবল পরিকল্পনা চূড়ান্ত করছে বিসিবি।

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া কোচিং স্টাফ সবাই লঙ্কা সফর সামনে রেখে এসেছিলেন বাংলাদেশে। কোয়ারেন্টাইন ইস্যুতে সফর হয়েছে স্থগিত। সামনে কোনও আন্তর্জাতিক সিরিজও নেই। ঘরোয়া ক্রিকেট শুরু হবার দিন তারিখও হয়নি ঠিক। তাই প্রধান কোচ ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক ফিরেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। আর পেস বোলিং কোচ ওটিস গিবসন ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজে। 

নভেম্বরেই কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর আগেই ঢাকায় ফেরার কথা তিন কোচের। 

এদিকে উইন্ডিজদের বাংলাদেশ সফরে আসার কথা জানুয়ারিতে। ক্যারিবীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সিরিজের আয়োজনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিসিবি। বায়োসিকিউর বাবল পরিকল্পনা কি হবে সে বিষয়ে চলছে আলাপ আলোচনা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর