বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয়- কাসা রোসাদা প্রাসাদে ডিয়েগো ম্যারাডোনার মরদেহ রাখা হয়েছে ভক্তদের শেষ শ্রদ্ধার জন্য। তবে প্রসাদের বাইরে এক পর্যায়ে ভক্তরা বিশৃঙ্খল হয়ে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
প্রেসিডেন্সিয়াল প্যালেসের ভেতরের একটা অংশ ভক্তরা দখল করে নিলে নিরাপত্তার সঙ্গে কর্তৃপক্ষ ম্যারাডোনার কফিন অন্য একটি রুমে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়, শেষ শ্রদ্ধার জন্য আরো তিন ঘণ্টা সময় বাড়ানো হবে।
সকাল থেকেই হাজার হাজার মানুষ ম্যারাডোনার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন। অনেকের চোখেই ছিল জ্বল। কেউ ফুল হাতে, কেউ বিশ্বকাপ জয়ী তারকার ১০ নম্বর জার্সি পরে এসেছিলেন।
তবে বেলা বাড়ার সাথে সাথে প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরে ভক্তরা অধৈর্য হতে থাকেন। তারা স্লোগান দিতে থাকেন।
সরকারের বরাত দিয়ে এএফপি জানায়, নিরাপত্তার সার্থেই তখন ম্যারাডোনার কফিন অন্য রুমে সরিয়ে নেওয়া হয়। এ সময় প্রসাদের বাইরে পুলিশের সাথে ম্যারাডোনা ভক্তদের সংঘর্ষ হয়, গ্রেপ্তারের ঘটনাও ঘটে।
বিডি প্রতিদিন/আরাফাত