শিরোনাম
২ ডিসেম্বর, ২০২০ ০৫:৩১

স্টার্ক-সাকলাইনের পরেই কী শামি?

অনলাইন ডেস্ক

স্টার্ক-সাকলাইনের পরেই কী শামি?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দু'টি উইকেট নিতে পারলেই নতুন মাইলস্টোন স্পর্শ করবেন ভারতীয় পেসার মোহম্মদ শামি।   

৭৯টি ওয়ান ডে ম্যাচ খেলে শামির সংগ্রহ ১৪৮ টি উইকেট। ক্যানবেরার দু'টি উইকেট নিতে পারলেই ৮০ টি ওডিআই ম্যাচে তার উইকেট সংখ্যা হবে ১৫০। আর তাহলেই ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে দ্রুততম দেড়শ উইকেটের মালিক হবেন শামি।
 
আর এমন হলে ভেঙে দেবেন ১৮ বছর আগে অজিত আগারকারের রেকর্ড। ৯৭ ম্যাচে ১৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন অজিত আগারকার।  
  
ভারতীয়দের মধ্যে দ্রুততম হলেও বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে দেড়শ উইকেটের মালিক হবেন মোহম্মদ শামি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৭৭ ম্যাচে এবং পাকিস্তানের সাকলাইন মুস্তাক ৭৯ ম্যাচে ১৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন।  
  

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর