পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছেন পেসার মুস্তাফিজুর রহমান।
ফলে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিলেও ২২ গজে নেমে খুব উন্নতির ছাপ পাওয়ার প্লেতে রাখতে পারেননি ক্যারিবিয়ানরা। প্রথম ১০ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে মোটে ২২। বাউন্ডারি পেয়েছে মাত্র ৩টি।
বেশ কিছুক্ষণ ভুগে আউট হয়ে গেছেন সুনিল আমব্রিস। অভিষিক্ত কেয়র্ন ওটলি ও তিনে নামা জশুয়া দা সিলভাও খুব সাবলিল নন।
তবে এজন্য কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের নতুন বলের দুই বোলারকে। বিশেষ করে মুস্তাফিজ দারুণ নিয়ন্ত্রণ, সুইং ও স্কিলের প্রদর্শনী মেলে ধরেছেন। তার প্রথম স্পেল ৪-২-২-১।
রুবেল হোসেন ততটা ধারালো যদিও নন, তবে খুব রানও দেননি। ৪ ওভারে তিনি খরচ করেছেন ১৩ রান।
পাওয়ার প্লেতে ১ ওভার বোলিং করেছেন হাসান মাহমুদ। এক ওভার স্পিনও এনেছেন অধিনায়ক তামিম। মেহেদী হাসান মিরাজ সেই ওভারে দিয়েছেন ২ রান।
বিডি প্রতিদিন/কালাম