তারকা ফুটবলার মেসুত ওজিল জার্মানির হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি জার্মান জাতীয় দলের সফলতায় খুব খুশি হব। কিন্তু সে দেশের হয়ে আর কখনও খেলবো না। সম্প্রতি তুর্কি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
জানা গেছে, জন্ম জার্মানিতে হলেও প্রতিভাবান এই মিডফিল্ডার তুর্কি বংশোদ্ভূত। তার স্ত্রীও একজন তুর্কি নারী। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে ওজিলের। এমনকী তুর্কি প্রেসিডেন্ট ওজিলের বিয়েতে সস্ত্রীক উপস্থিত ছিলেন। সেই সময় বিষয়টি ভালোভাবে নেননি জার্মান নাগরিকরা।
সম্প্রতি সাড়ে তিন বছরের চুক্তিতে তুরস্কর ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছেন ওজিল, ছেড়েছেন আর্সেনালও। উল্লেখ্য, চলতি মৌসুম পর্যন্ত চুক্তি থাকলেও এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগে তাকে মাঠে নামায়নি আর্সেনাল। এমন পরিস্থিতিতে ১৩ মিলিয়ন ইউরোতে তুরস্কের ফেনারবাচে নাম লেখালেন ওজিল।
বিডি-প্রতিদিন/শফিক