কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই মিলান। প্রথমার্ধের শেষ দিকে ইন্টারের রোমেলু লুকাকুর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন জ্লাতান ইব্রাহিমোভিচ। দ্বিতীয়ার্ধেও সেই দাপট জারি ছিল লুকাকুর। একাধিকবার মেজাজ হারিয়েছেন তিনি। একসময় ইব্রাকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়েও যেতে হয়।
ম্যাচের পর ইতালীয় সংবাদমাধ্যমের দাবি ছিল, লুকাকুর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন ইব্রা।
পরে তিনি পোস্ট করেন, “জ্লাতানের বিশ্বে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। আমরা সবাই একই বর্ণের। আমরা সবাই সমান! আমরা সবাই ফুটবলার, কেউ হয়তো বাকিদের থেকে একটু আলাদা।” ম্যাচে ইন্টার ২-১ ব্যবধানে জেতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ