সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে তিনি চোট পান।
গত শুক্রবার বাঁ পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব। এই চোটের কারণে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না এই বাঁ-হাতি অলরাউন্ডার। বিসিবি সূত্রে জানা গেছে এই তথ্য।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চোটে আক্রান্ত হন সাকিব। এখন পর্যবেক্ষণে আছেন তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে। অবশ্য টেস্ট শুরুর আগেই সাকিবকে নিয়ে শঙ্কা ছিল। এর আগে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ফের অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশসেরা ক্রিকেটারকে।
বিডি প্রতিদিন/আরাফাত