আইপিএল নিলামে কেউ একদিনে কোটিপতি হয়ে যায়, আবার কেউ থেকে যায় সম্পূর্ণ উপেক্ষিত। এমন অনেক ক্রিকেটার আছেন যাদের কোনও ফ্রাঞ্চাইজিই দলে নিতে চায় না।
যেমন- কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে অবিস্মরণীয় ব্যাটিং করা হনুমা বিহারী কোনও দল পেলেন না। তার জন্য অবশ্য বিদ্রূপের পাত্র হননি তিনি। তবে ঠাট্টার পাত্র হয়েছেন ইংলিশ উইকেটকিপার স্যাম বিলিংস।
আইপিএলে সুযোগ না পাওয়ায় তাকে নিয়ে তামাশা করলেন তার বান্ধবীই। কোনও দল তাকে না কেনায় রসিকতার ছলে দুঃখপ্রকাশ করেছেন বিলিংস। টুইটারে লিখেছেন, ‘আমার বান্ধবী আমায় বলল, তুমি বোলার নও কেন?’ সেই টুইটকে তুলে ধরে হাসির ইমোজি দিয়ে তিনি আবার লেখেন, ‘এবার লেগস্পিন শুরু হবে।’
এরপর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও মজা করতে ছাড়েনি স্যাম বিলিংসকে নিয়ে। সকল ধরনের ক্রিকেটে তার বোলিং রেকর্ড তুলে ধরে লিখেছে, ‘এখান থেকে উন্নতিই করা যায়।’
উইকেটকিপার হওয়ায় আন্তর্জাতিক ক্যারিয়ারে বলই করেননি স্যাম বিলিংস। ৭০টি ফার্স্টক্লাস ম্যাচ খেলে মাত্র একটা ডেলিভারি করেছেন তিনি। এক ওভারও নয়, একটা ডেলিভারি। সেই বলেই চার রান দিয়েছেন। সেই কারণেই আইসিসি লিখেছে, এ থেকে শুধু উন্নতিই সম্ভব। বিলিংস এবং আইসিসির এই টুইটার বেশ জনপ্রিয় হয়েছে ক্রিকেট মহলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত