যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। ইউরোপের ফুটবল লিগগুলোতে এখনও ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদ কর্মসূচি চলে। ম্যাচ শুরুর ঠিক আগে দু' দলের খেলোয়াড় এবং রেফারিরা এক হাঁটু মাটিতে রেখে বসেন।
গত শনিবার (১৩ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওই সময় দাঁড়িয়েই রইলেন ক্রিস্টাল প্যালেসের ফুটবলার উইলফ্রেড জাহা। তিনি নিজে কৃষ্ণাঙ্গ। দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত প্রতিবাদ জানাতেই। ম্যাচের পর জাহা বলেছেন, 'হাঁটু গেড়ে প্রতিবাদ জানানোটা এখন রুটিনে পরিণত হয়েছে। কিন্তু আমার মতো অনেককে এখনও এই নোংরামি সহ্য করতে হচ্ছে। আমি তাই সোজা হয়ে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি আরও জানিয়েছেন, কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে যা যা করার চেষ্টা করছে, তা স্বাগত। তার দল এবং অন্যান্য দলের খেলোয়াড়দের বসে প্রতিবাদ নিয়েও কোনও আপত্তি নেই তার। জাহার বক্তব্য, ছোট থাকতে, স্কুলে পড়ার সময়ই এই বিষয়ে শিক্ষাদান প্রয়োজন। যারা এমন বিভেদমূলক আচরণ করে তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর কড়া অবস্থান নেওয়া উচিত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত