জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানার বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা এখনো শেষ হয়নি। অন্যের বউকে বিয়ে নিয়ে বিতর্ক শুরু হয়ে বিষয়টি আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে। তবে এখনো কোনো সমাধানে আসেনি। এরই মধ্যে ঘরোয়া লিগে এক বছর পর জাতীয় লিগ এনসিএল দিয়ে মাঠে ফিরেছেন।
গতকাল মঙ্গলবার ৯৩ রানে অপরাজিত থাকা নাসির আজ সেঞ্চুরি উদযাপন করেছেন। ব্যাট হাতে রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে একাই লড়াই করলেন তিনি। এর মধ্যে দিয়ে বিয়ে বিতর্ক সামলে বিরতি কাটিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নাসিরের দারুণ শুরু হলো। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে নাসিরের অষ্টম সেঞ্চুরি।
এদিকে নাসিরের ১১৫ রানের দারুণ ইনিংসে ভর করেই নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩০ রানের সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। এরপর বল হাতেও জ্বলে ওঠেন নাসির। মাত্র ৯.৫ ওভার বল ঘুরিয়ে তুলে নেন ৪ উইকেট। রান খরচ করেন মাত্র ২১টি। তার বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১টি।
নাসিরের ৪ উইকেটের পাশাপাশি সোহরাওয়ার্দী শুভ ৩টি ও মাহমুদুল হাসান ২টি করে উইকেট তুলে নিলে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় ঢাকার দ্বিতীয় ইনিংস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রান তুলেছিল ঢাকা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে রংপুর। জিততে হলে এখনও ২২৯ রান করতে হবে নাসিরদের।
বিডি-প্রতিদিন/শফিক