বয়স মাত্র ২৩ বছর। নাম সঞ্জয় পালিয়া। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ব্যাট হাতে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে নিজের দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। নিজের ৪৯ রানের মাথায় হঠাৎই ছন্দপতন। একটি সহজ বলে ক্যাচ তুলে দেন পালিয়া। বিপক্ষ দলের আরও এক ২৩ বছর বয়সী তরুণ শচীন পরাসর সহজেই ক্যাচটি তালুবন্দি করেন।
এরপরই ঘটে অদ্ভুত এক ঘটনা। আউট হয়ে রাগে শচীনের দিকে তেড়ে যান পালিয়া। শচীনকে ব্যাট দিয়ে মারতে শুরু করেন তিনি। মাথাতেও সজোরে আঘাত করেন তিনি। মাঠেই লুটিয়ে পড়েন শচীন। এরপর সতীর্থরা এসে তাকে উদ্ধার করলে মাঠ থেকে পালিয়ে যান ঘাতক ব্যাটসম্যান সঞ্জয় পালিয়া। হাসপাতালে ভর্তি করা হয় আহত ক্রিকেটার শচীন পরাসরকে। পলাতক পালিয়ার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পালিয়া ৪৯ রানে আউট হওয়ার পরেই রেগে যান। মাত্র এক রান দূরে ছিলেন অর্ধশতরান থেকে। পালিয়া ছুটে শচীনের দিকে যান ও ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করতে থাকেন। অন্যান্য ক্রিকেটাররা তাকে থামান। এখনও হাসপাতালে অজ্ঞান হয়ে রয়েছেন শচীন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ