এখনই অবসর নেয়ার কোন পরিকল্পনা নেই- ইঙ্গিতে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বলেছেন, ‘ব্যাট করতে পারছি, বল করতে পারছি।’
টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মালিক। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। তাই ক্রিকেট থেকে অবসর নেয়ার প্রশ্ন, বেশ কিছুদিন ধরেই শুনতে হচ্ছে তাকে। অবশেষে নিজের অবসর নিয়ে মুখ খুললেন মালিক। তিনি জানান, এখনই অবসর নেয়ার কোন পরিকল্পনা নেই।
তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এখনই অবসরের কথা ভাবছি না। আমি এখনও ফিট, আমি বল করতে পারছি, আমি ব্যাটও করতে পারছি। দু’বছরের জন্য একটা দলে সই করেছি। বিশ্বকাপের পর অবসর নেওয়ার প্রশ্নই উঠছে না।’
মালিক আরও বলেন, ‘আমি দু’রান নিতে পারছি, দু’রান আটকাতে পারছি। দলের প্রয়োজন হলে বল করতে পারছি। ব্যাটও করতে পারছি।’
দলের নিলে চার নম্বরে ব্যাট করার শর্তও জুড়ে দিলেন মালিক, ‘তরুণদের সুযোগ দিতে, অভিজ্ঞদের বাদ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে আমাকে দলে নিলে চার নম্বরেই ব্যাট করতে দিতে হবে। আগের মতো যেকোনো জায়গায় ব্যাট করতে রাজি নই আমি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ