বিশ্বকাপ বাছাই ম্যাচে আফগানিস্তানের কাছে এক গোলে পিছিয়ে বাংলাদেশ। ম্যাচে আফগানদের পক্ষে ৪৮ মিনিটে গোলটি করেছেন আনোয়ার শরিফি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরে এসে ৪৮ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে আফগানদের এগিয়ে দেন আনোয়ার শরিফি।
শক্তিশালী আফগানদের বিপক্ষে শুরু থেকে রক্ষণকে প্রাধান্য দিয়ে খেলেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারবে তো জামাল ভূঁইয়ারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন