২৫ জুন, ২০২১ ০৩:০৯

ভারতের এমন হারের পর রবি শাস্ত্রীর ‘অন্যরকম’ বার্তা

অনলাইন ডেস্ক

ভারতের এমন হারের পর রবি শাস্ত্রীর ‘অন্যরকম’ বার্তা

শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এমন হারে শুধু বিরাট কোহলি না, ব্যর্থ হয়েছে কোচ রবি শাস্ত্রীও।

তবে ম্যাচ শেষ হওয়ার পর শাস্ত্রী নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে কুণ্ঠাবোধ করেননি। টুইট করেছেন, ‘পরিস্থিতিকে যারা ভাল কাজে লাগাতে পেরেছে, তারাই জিতেছে। দীর্ঘদিন অপেক্ষার পর যোগ্য দল হিসেবে বিশ্ব খেতাব জিতেছে নিউজিল্যান্ড। বড় জিনিস যে সহজে আসে না, তার প্রকৃষ্ট উদাহরণ এটাই। দারুণ খেলেছ নিউজিল্যান্ড। অনেক শ্রদ্ধা’।

উল্লেখ্য, ২০১৫ এবং ২০১৯ সালে পরপর দু'টি একদিনের বিশ্বকাপের ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের আইসিসি-র ট্রফি জিতল তারা। অন্যদিকে, ভারত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল নিউজিল্যান্ডের কাছেই। দু’বছর পরেও ভাগ্য বদলাল না। নিউজিল্যান্ডে গিয়েও গত বছরে টেস্ট সিরিজ হেরে এসেছে কোহলির দল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর