জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে একক আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। এবার বাকি টি-টোয়েন্টি সিরিজ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি পরের দিনই। রবিবার দুই দল দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচ খেলবে।
ওয়ানডে সিরিজের মতোই জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। টেস্টে ভরাডুবি আর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী জিম্বাবুয়ে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। দল থেকে বাদ পড়েছেন ব্রেন্ডন টেলর। দলে নতুন মুখ তারিসাই মুসাকান্দা। টেলরের বদলে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা সিকান্দার রাজা।
টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দল:
রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েলসি মাধেভেরে, তিদাওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবা, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত