মহামারী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় রাগবি লিগ বিশ্বকাপে খেলবে না অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। খেলোয়াড়দের কল্যাণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংল্যান্ডে চলতি বছরের অক্টোবরে পুরুষ, নারী ও হুইলচেয়ার ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে অস্ট্রেলিয়ান রাগবি লিগ কমিশন ও নিউজিল্যান্ড রাগবি লিগ খেলাটি ২০২২ সালে আয়োজনের প্রস্তাব দিয়েছে।
নিউজিল্যান্ড রাগবি লিগের প্রধান গ্রেগ পিটার্স বলেছেন, এ টুর্নামেন্টে অংশ নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণই আমাদের মূল অগ্রাধিকার। দুর্ভাগ্যবশত এ বিষয়টি নিয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। ব্রিটেনে যেভাবে মহামারী মোকাবেলা করা হচ্ছে তা অস্ট্রেলেশিয়ার করোনা ব্যবস্থাপনা থেকে ভিন্নতর। ব্রিটেনে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। এ অবস্থায় সেখানে খেলোয়াড় ও স্টাফদের পাঠানো উচিত হবে না।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা