জিম্বাবুয়ের বিরুদ্ধে দাপটের সঙ্গে টেস্ট ম্যাচ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের উড়িয়ে দিয়েছেন টাইগাররা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও বিশাল জয়। কিন্তু দ্বিতীয় টি-২০তেই হেরে যায় বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।
জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ আগে ফিল্ডিং করেছিল।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানকে বসিয়ে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। শেষ টি-টোয়েন্টিতে একটির বেশি পরিবর্তন করেননি মাহমুদুল্লাহ।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ