ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে জানিয়েছেন, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন। এখন ভালো বোধ করছেন।’ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
গত শনিবার টিউমার অপারেশন করান পেলে। তবে সেটি ক্ষতিকর টিউমার ছিল কী না জানাননি তিনবারের বিশ্বকাপজয়ী পেলে।
ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, তারা পেলেকে ইনটেনসিভ কেয়ারে রেখেছেন। মঙ্গলবার তাকে কেবিনে নেওয়ার সম্ভাবনা আছে। অপসারণ করা টিউমারটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা