উয়েফা চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ছোঁয়ার ম্যাচে গোলের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর গোলে এগিয়ে থেকেও ১০ জনের দলে পরিণত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে।
মঙ্গলবার লিগের উদ্বোধনী দিন ঘরের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-২ গোলে জিতেছে সুইজারল্যান্ডের দল ইয়াং বয়েজ। ইউনাইটেডের বিপক্ষে তিনবারের দেখায় এটাই প্রথম জয় পেল ইয়াং বয়েজ।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পুনরাভিষেকে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে একটি গোল করেই তিনটি রেকর্ড গড়লেন রোনালদো।
এই ম্যাচে মাঠে নেমেই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সিআর-সেভেন।
রেকর্ডটি অবশ্য তার একার নয়। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবসর নেওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ১৭৭ ম্যাচ। মঙ্গলবার সেই রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পরের ম্যাচেই ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাবেন তিনি।
এই রেকর্ডছোঁয়া ম্যাচে গোল করে আরও দুটি রেকর্ডে নাম তুলেছেন রোনালদো। ম্যাচের ১৩ মিনিটের সময়ই স্কোরশিটে নাম তোলেন রোনালদো। যার সুবাদে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা বেড়ে হয় ১৩৫টি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগে থেকেই তার। তবে ইয়াং বয়েজের বিপক্ষে গোলটি করার মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের ভিন্ন দুই আসরের প্রথম গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। এর আগে ২০০৯-১০ আসরে রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন আসরের প্রথম গোল। সেদিন এফসি জুরিখকে ৫-২ গোলে হারায় রিয়াল।
এর বাইরে লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। এতদিন ধরে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬টি দলের বিপক্ষে গোলের রেকর্ড ছিল মেসির একার। মঙ্গলবার ইয়াং বয়েজের বিপক্ষে গোল করার মাধ্যমে ৩৬টি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন রোনালদোও।
বিডি প্রতিদিন/কালাম