পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ নামে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে। এর প্রভাব পড়েছে ভারতের বিমান চলাচলে, যার ছায়া এবার পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতেও।
মঙ্গলবার মধ্যরাতে পরিকল্পিতভাবে পাকিস্তানে হামলা চালায় ভারত। সেনাবাহিনীর এই অভিযানের জন্য ক্রিকেট মহল থেকে প্রশংসার বন্যা বইছে। সচিন টেন্ডুলকর, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান ও বীরেন্দ্র সহবাগসহ বহু তারকা সেনাকে কুর্নিশ জানিয়েছেন।
অপারেশনের পর নিরাপত্তার কারণে ভারতের সীমান্তবর্তী জম্মু, শ্রীনগর, লে, ধরমশালা, যোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, রাজকোটসহ একাধিক বিমানবন্দর ১০ মে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই পরিস্থিতিতে ধর্মশালা বিমানবন্দর বন্ধ থাকায় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পাঞ্জাব সফর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তারা ১১ মে (রবিবার) ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তবে বিমানবন্দর বন্ধ থাকায় মুম্বাই দল কিভাবে পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়। নিকটবর্তী চণ্ডীগড় ও অমৃতসর বিমানবন্দরও বন্ধ থাকায় দিল্লি এয়ারপোর্টই আপাতত বিকল্প, কিন্তু সেখান থেকে পাঞ্জাব পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
তবে ৮ মে (বৃহস্পতিবার) পাঞ্জাব কিংসের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে সমস্যা নেই, কারণ দিল্লির দল ইতিমধ্যেই পাঞ্জাবে পৌঁছে গেছে।
বিসিসিআই'র এক কর্মকর্তা জানিয়েছেন, 'আমরা এখন পরিস্থিতির উপর নজর রাখছি। দিল্লির মাধ্যমে বিকল্প ব্যবস্থা হতে পারে, তবে দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের উপর প্রভাব ফেলবে। সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশিকা এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
বিডি প্রতিদিন/মুসা