পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতে অবস্থান করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ৯ থেকে ১৮ মে পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নিতে ৬ মে বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেদিনই সেখানে পৌঁছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা নেয়।
বুধবার ভোরে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যার জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ শুরু করে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানা গেছে।
এই পরিস্থিতিতে ভারতে অবস্থান করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাফুফে আশ্বস্ত করেছে, তারা দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মে মালদ্বীপের বিপক্ষে। ‘এ’ গ্রুপে লাল-সবুজদের অন্য প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ।
সাম্প্রতিক এই উত্তেজনাকর প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন এলাকায় বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। যদিও সাফ টুর্নামেন্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক পরিবর্তনের ঘোষণা আসেনি।
বিডি প্রতিদিন/মুসা