আফগান নারী ফুটবলারা এবং তাদের পরিবারের সদস্যরা পর্তুগালে আশ্রয় পেয়েছেন। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে আশ্রয় পেয়ে ভীষণ আনন্দিত তারা। এরই মধ্যে রোনালদোর সঙ্গে দেখা করার আগ্রহও জানিয়েছেন আফগান যুব নারী দলের ফুটবলাররা। খবর ডয়চে ভেলের।
জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বরই পর্তুগালে পৌঁছেছেন এই নারী ফুটবলাররা। মোট ৮০ জন পর্তুগাল গেছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। পর্তুগাল তাদের আশ্রয় দিয়েছে। আফগানিস্তানের নারী ফুটবল দলের অধিনায়ক ফারখুন্দা মুহতাজ ঐ ফুটবলারদের পর্তুগালে নেয়ার ব্যবস্থা করেন।
উল্লেখ্য, মুহতাজ নিজে কানাডায় থাকেন। সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সহকারি কোচ। বুধবার রাতে তিনি ফুটবলারদের সঙ্গে দেখা করতে লিসবন গিয়েছিলেন। এসময় তরুণী ফুটবলাররা মুহতাজকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।
বিডি-প্রতিদিন/শফিক