সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযানে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমানে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় শাহীনের কারণে দেশটির বিমান বিমানবন্দরের ফ্লাইটের সূচিতে বদল আনা হয়েছে। আর এই কারণে বাংলাদেশ দলের যাত্রা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।
সন্ধ্যায় জানা গেল, মাসকট বিমানবন্দরে বিমান অবতরণে কোনো সমস্যা নেই। তাই বাংলাদেশ ক্রিকেট দলের রবিবার রাতে মাসকট যাত্রায়ও কোনো বাধা নেই।
বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে জাতীয় দলের আজ রাতে ওমান যাওয়ার কথা, সেটি ঠিক রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আকাশে উড়বে।
মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের ঢাকা-মাসকট ফ্লাইটে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বিডি প্রতিদিন/আরাফাত